৫ হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী দিল মৎস্যজীবী লীগ

করোনা ভাইরাসের সংকটের কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও দলীয় নেতাকর্মীসহ ৫ হাজার লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মৎসবীজী লীগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা আবাসিক গেইট, মোহাম্মদপুর,  আদাবর মিরপুর এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, মিষ্টি কুমড়া, লাউ।

এসময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, ‘করোনা ভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। পাশাপাশি এক শ্রেণির মানুষ আছে তারা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে কাজ করতে। তাই এসব মানুষের পাশে দাঁড়ায়িছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।’

আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছে আওয়ামী মৎস্যজীবী লীগ। আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে এ চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। সংকটকালে জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি একজন রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার করার জন্য আহবান জানাচ্ছি।

মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ নির্দেশাণা মেনে চলুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।’