ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় জনগণের পাশে থাকবে আওয়ামী লীগ

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপকূলীয় জেলাগুলোর নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার জন্য মুঠোফোনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় আম্পান মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উপকূলের জনসাধারণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিশ্চিতকরণে প্রশাসনকে সার্বিক সহায়তার নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল-আলম হানিফ এমপি, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস. এম কামাল হোসেন, এ্যাড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।