গাছ লাগান পরিবেশ বাঁচান: অ্যাডভোকেট আফজাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.আফজাল হোসেন ।

২৮ জুন রবিবার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউ.সি.কে মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

এ সময় অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আজকের এই চারা গাছ আগামী দিনের অর্থনৈতিক যোগান দেবে। পরিবেশ বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই।
তাই বাড়ির আঙিনায় সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সোনার বাংলা সৃষ্টি করার জন্য তার জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। তাই আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন ইটবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার,  ইটবাড়িয়া ইউ.সি. কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন শীল সহ শিক্ষক এবং  বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।