আ. লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর ৯ম পর্ব আজ

আজ শনিবার (৪ জুলাই) আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর নবম পর্ব অনুষ্ঠিত হবে।

এবারের পর্বে বক্তারা করোনা সংকট মোকাবেলায় দল ও সরকারের তৃণমূল পর্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

আজ রাত সাড়ে ৮ টায় বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবারের পর্বের আলোচনার বিষয় ‘করোনা সংকট মোকাবেলায় তৃণমূলের ভূমিকা’।

বিষয়টি আলোচনা করতে অনলাইনে যুক্ত হবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটিকর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন, ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, খুলনা- ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এবং বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

এরআগে, বিয়ন্ড দ্যা প্যান্ডেমিকের ৮টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছে।