রাজনৈতিক দল নিবন্ধন আইন: ইসিকে মতামত দিয়েছে বিএনপি

‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ ইস্যুতে মতামত জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১১টায় দুই সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। সঙ্গে ছিলেন দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন।

জানা গেছে, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিতে আরও শর্ত আরোপ করতে যাচ্ছে ইসি। এজন্য তারা বিদ্যমান আইনে সংশোধনী আনার কথা ভাবছে। এজন্য ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ নামে একটি খসরা প্রস্তুত করা হয়েছে। চাওয়া হচ্ছে মতামত। ৭ জুলাই এই মতামত দেয়ার শেষ দিন। তাই এ বিষয়ে দলের মতামত তুলে ধরে কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, একযুদগ আগে একটি নিবন্ধন শর্ত পূরণ করেই কোনও একটি রাজনৈতিক সংগঠন নিবন্ধন পেয়েছে। আগামীতে নিবন্ধন নিতে দুটি শর্ত পূরণ করতে হবে। এছাড়া আইন হবে বাংলায়। এজন্য এরইমধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌর ও সিটিকে বাংলায় পল্লী, নগর ও মহানগর রেখে নিবন্ধিত দল ও নাগরিকদের কাছে জনমত জানতে চাওয়া হয়েছে।

তবে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ আইনে পরিণত করার প্রক্রিয়াকে শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে বিএনপি।