২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি যুবলীগের

২০০৪ সালের ২১আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস এর বিরুদ্ধে শান্তির সমাবেশে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বিকেল যখন সাড়ে ৫ টা, ঠিক তখন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়।

গ্রেনেড হামলা দিবস ও সকল শহীদদের স্মরণে আজ ২১ আগস্ট সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় যুবলীগের পর ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, হারুন -অর- রশিদ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলির সদস্য আরমান হক বাবু, মোঃ আবুল কাশেম খা, গোঁফরান গাজী,খন্দকার আরিফুজ্জামান, আলতাফ হোসেন, শহিদুল ইসলাম হৃদয় সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান, মোস্তাক আহমেদ সেন্টু সহ ২৪ জন নেতাকর্মী শহীদ হন। গুরুতর আহত হন দলের অসংখ্য নেতাকর্মী । গ্রেনেড হামলার স্প্লিন্টার এখনো শরীরে বহন করে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছে দলের দুঃসময়ের অসংখ্য নেতাকর্মী।