শহীদ শেখ মনি’ র স্বপ্ন বাস্তবায়নে যুবলীগকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে

শহীদ শেখ মনি’ র স্বপ্ন বাস্তবায়নে যুবলীগকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে,  জাতীয় শোক দিবস এবং যুবলীগ প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি ও  নারী নেত্রী আরজু মনি স্মরণে আলোচনা ও স্মরণ সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

শুক্রবার বিকেলে  বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে জাতীয় শোক দিবস এবং যুবলীগ প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি ও  নারী নেত্রী আরজু মনি স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ।স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  শেরেবাংলা  কৃষি বিশ্ববিদ্যালয়ের  সাবেক উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ। প্রধান  বক্তা ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. নিম  চন্দ্র ভৌমিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসসের সাবেক এমডি  আজিজুল ইসলাম ভুঁইয়া,  আবাহনী লি. পরিচালক  শেখ মো: জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, সাবেক ছাত্রনেতা  ও সাংবাদিক মানিক লাল ঘোষ,  বাংলাদেশ ন্যাপের মহাসচিব  এম  গোলাম মোস্তফা ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা  আ স ম মোস্তফা কামাল, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,  দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও যুব সমাজকে দেশ গঠনমূলক কাজে আত্মনিয়োগের জন্য যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন শেখ মনি। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে যুবলগীগকেই রাখতে হবে অগ্রণী ভূমিকা।