আ’লীগের বিভাগীয় বৈঠার ভার যাদের কাঁধে

অভিজ্ঞদের সাথে নতুনদের সমন্বয়ে বিভাগীয় বৈঠার দায়িত্ব বন্টন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিকদের সাথে যুক্ত হয়েছে আনেক নতুন মুখ।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে গুটি কয়েক জনকে দায়িত্ব দিলেও পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাকিদের পূর্ণ দায়িত্ব বণ্টন করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে করে সাংগঠনিক দায়িত্ব পালন থেকে বাহিরেই আছেন সরকারের বেশ কয়েক জন দায়িত্বপ্রাপ্ত এমপি-মন্ত্রীরা।

যুগ্ম সাধারণ সম্পাদকদের দায়িত্ব বণ্টন

১. মাহাবুব-উল আলম হানিফ- সিলেট ও চট্টগ্রাম বিভাগ
২. ডা. দীপু মনি- ঢাকা ও ময়মনসিংহ
৩. ড. হাছান মাহমুদ- রংপুর ও রাজশাহী
৪. আ ফ ম বাহাউদ্দিন নাসিম- খুলনা ও বরিশাল বিভাগ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন-

১. আহমদ হোসেন- চট্টগ্রাম বিভাগ
২. বি এম মোজাম্মেল হক- খুলনা বিভাগ
৩ আবু সাঈদ আল মাহমুদ স্বপন – রংপুর বিভাগ
৪. এসএম কামাল- রাজশাহী বিভাগ
৫. মির্জা আজম – ঢাকা বিভাগ
৬. অ্যাডভোকেট আফজাল হোসেন- বরিশাল বিভাগ এবং
৭. সাখাওয়াত হোসেন শফিক- সিলেট বিভাগ