অনলাইনে নয়, শিক্ষার্থীদের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

করনায় চলতি বছরের শুরুতে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার মত এখনো কোন সিদ্ধান্ত আসেনি শিক্ষা মন্ত্রণালয় থেকে। এরই মদ্ধে বতিল হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নয় আগের মতই শিক্ষার্থীদের উপস্থিতিতেই নেওয়া হবে।

আজ মঙ্গলবার ঢাবির ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দ্যা ডেইলি স্টারকে নিশ্চিত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

তিনি জানান, পরীক্ষার কেন্দ্র হবে প্রশাসনিক বিভাগ ভিত্তিক।

ঢাবির ভর্তি পরীক্ষা নেওয়া হতো মোট ২০০ নম্বরে। এর মধ্যে ৮০ নম্বর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে দেওয়া হতো। বাকি ১২০ নম্বরে পরীক্ষা নেওয়া হতো। এর মধ্যে এমসিকিউ প্রশ্ন থাকত ৭৫ নম্বরের এবং লিখিত প্রশ্ন থাকত ৪৫ নম্বরের।

এবার তা কমিয়ে আনা হবে। পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে, যার মধ্যে জিপিএর ভিত্তিতে দেওয়া হবে ২০ নম্বর এবং বাকি ৮০ নম্বরের পরীক্ষা হবে।

তবে এই ৮০ নম্বরের মধ্যে কতো নম্বর এমসিকিউয়ের জন্য এবং কতো নম্বর লিখিত প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন অধ্যাপক সাদেকা হালিম।