ঢাকায় হেফাজতের ফ্রান্সবিরোধী সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ফ্রান্স বিরোধী প্রতিবাদে ঢাকায় সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগেই তারা প্রতিবাদ সমাবেশ ও ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল।

আজ সোমবার বেলা ১১টা থেকে পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে হেফাজত।

ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের কর্মীরা এখানে জড়ো হতে শুরু করেন। তারা বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেন। এর ফলে পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

হেফাজতের সমাবেশ ঠেকাতে রাজধানীর শান্তিনগর এলাকায় ব্যারিকেড দেওয়ার কথা জানিয়ে পুলিশ বলেন, ওই মিছিলকে কোনোভাবেই গুলশানে ফরাসি দূতাবাসের দিকে যেতে দেওয়া হবে না।

স্যামুয়েল প্যাটি নামে ফ্রান্সের স্কুলশিক্ষক বাক-স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করে। ঘটনায় ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরশ্ছেদ করে হত্যা করেন। এরপর শার্লি এবদো নামের এক ফরাসি ম্যাগাজিন হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। এর প্রতিবাদে সারাবিশ্বের মুসলিমরা প্রতিবাদ জানিয়ে আসছেন।

ইসলামী সংগঠনগুলো নিয়েছে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। এর অংশ হিসেবে গত শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘সম্মিলিত ইসলামি দলগুলো’ ব্যানারে এক সমাবেশ থেকে ২ নভেম্বর ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী। সেই অনুযায়ী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা সোমবার সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন।

ইমাম হোসাইন নামের এক হেফাজত নেতা জানান, ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের কর্মসূতি তাদের মহাসচিব জুনাইদ বাবুনগরীও উপস্থিত থাকবেন।