করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ

দুঃসংবাদটা পেলেন । নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এর জন্য তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পরছেন না নির্ভরযোগ্য ব্যাটসম্যানের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সাকিবের করোনা নেগেটিভ আসলেও মাহমুদউল্লাহর রিপোর্টে পজিটিভ ফল এসেছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বড় ধরনের দুঃসংবাদ।

আগামী ১০ নভেম্বর পিএসএলে অংশ নিতে দেশছাড়ার কথা ছিল তার। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলার কথা ছিল তার। আর ওই টুর্নামেন্টে অংশ নিতেই করোনা পরীক্ষা করিয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু করোনা টেস্টে পজিটিভ ফল আসায় এবারের পিসিএলে অংশ নেয়ার সুযোগ হাতছাড়া হলো এ অলরাউন্ডারের।