“সেই শৈশব থেকে এই সব অসুখ”

পাকস্থলী পুড়ে যায় আগুন ক্ষুধায়
ঘুম ঘুম চোখে বিনিদ্র রাত,
জন্ম জুড়ে মৃত্যু যুদ্ধের অজুহাত
অবরুদ্ধ সাহস ,নেই প্রতিবাদ ।

বারুদের গন্ধ শুকে ঘরে ফিরি বহুকাল
আমার ভাগ্য রেখা লোক চোখের আড়াল
জীবনের পর্দা নামে মন খারাপের উল্লাস,
ভুলের আধারে হারিয়ে যায় প্রিয় বিশ্বাস।

শৈশব থেকে অপ্রিয় এই সব অসুখ
নিয়ে গেছে আমার সোনালী এক যুগ।

আমি আজ অনায়াসে বাড়ী ফিরি
আপন মৃত্যুর গন্ধ নিয়ে,
আমি আজ অনায়াসে সময় পোহাই
প্রিয়জনের পোড়া ফারফিউমে ।

আমি আজ অনায়াসে উল্লাসে মেতে উঠি
সহস্র তরুণের কান্না দেখে।
আমি আজ অনায়াসে জীবন সাজাই
মরন পথের যুদ্ধ শেখে ।

শৈশব থেকে অপ্রিয় এই সব অসুখ
নিয়ে গেছে আমার সোনালী এক যুগ।

শ্রেষ্ঠনীড়ে নষ্টরা সব করে রাজত্ব
মুখোমুখি সত্য মিথ্যা, সত্যর দাসত্ব ?
বেশ্যার মতো রাজনীতি ,সময় বিস্মিত
আমাদের ব্যাক্তি স্বার্থে করিনা নিষিদ্ধ ।

কামের চেয়েও তীব্র এক নেশা নিয়ে
তেড়ে আসে বুনো কুকুরের দল।
বুকের মাঝে বেজে উঠে বিষন্ন কবিতা
কবির মৃত্যু হয় শোকের অতল ।

কবি, হাওলাদার সায়ীদ