জাগপা ছাত্রলীগের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র ছাত্র সংগঠন “জাগপা ছাত্রলীগের” কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মীর আমির হোসেন আমু।

মঙ্গলবার দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদ দেওয় হয়।

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সুপারিশে কমিটি অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এ সময় জাগপা সভাপতি বলেন, জাগপা ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার ইতিহাস। “জাতীয়তাবাদের নতুন দিক – জাগপা ছাত্রলীগ” এই স্লোগানকে সামনে রেখে নবনির্বাচিত জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।

১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি – শাহাদাত হোসেন সেলিম, আশফাকুর রহমান মিঠুন, জীবন আহমেদ অভি, মোঃ আল-আমিন ইসলাম শুভ, যুগ্ম সাধারন সম্পাদক – মোঃ নূর-ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ আবু জাফর, বাবুল হক, এম.আর আকাশ বিশ্বাস, প্রচার সম্পাদক – আহমাদ শফি, দপ্তর সম্পদক – সাহেদুল ইসলাম সাহেদ এবং সম্মানিত সদস্য – রাশেদ প্রধান।

আগামী ৪ মাস (এপ্রিল ২০২১) এর মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে, পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন জাগপা’র দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম রাতুল।