জাপানে ভয়াবহ তুষারপাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু ও আহত হয়েছেন অন্তত আড়াই শতাধিক। ভয়াবহ এমন তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। খবর দ্য গার্ডিয়ান ও দ্য জাপান টাইমসের।

দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে উদ্ধার কাজে জাপানের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছে। বাসা বাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মীসহ বেশ কয়েকজন মারা গেছেন।

এদিকে, স্পেনে তুষারঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তুষারঝড়ে রাস্তা, হাসপাতাল বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।