বিএনপির ২ দিনের বিক্ষোভ কর্মসূচি

মোদীবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত এবং আহতের ঘটনায় আগামী ২ দিন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি

শনিবার (২৭ মার্চ) বিকেলে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের পর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে মানুষ হত্যার প্রতিবাদে সোমবার (২৯ মার্চ) ঢাকাসহ সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং মঙ্গলবার (৩০ মার্চ) জেলা সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি আমরা।’

এদিকে হতাহতের ঘটনার প্রতিবাদে সোমবার হেফাজতে ইসলাম হরতাল ডেকেছে। তবে এই হরতালে আনুষ্ঠানিক কোনো সমর্থন না দিলেও যৌক্তিক মনে করছে বিএনপি।

হেফাজতে ইসলামের হরতালে বিএনপির সমর্থন আছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘প্রত্যেক নাগরিকের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে মত পোষণ করার। সেখানে তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই। তবে একই সঙ্গে সরকার যদি তাকে প্রতিহত করার বা বন্ধ করার অগণতান্ত্রিক অথবা হঠকারী হুমকি দেয়, সেটা হবে একেবারেই হঠকারী ব্যবস্থা। সরকারের কাছ থেকে এই ধরনের ব্যবস্থা কেউ আশা করতে পারে না। যদি এখানে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’