করোনা আক্রান্ত রাব্বানী শ্বাসকষ্টে ভুগছেন

ভয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শ্বাসকষ্টে ভুগছেন। গত দুদিন যাবৎ তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড আইডিতে ডাকসুর সাবেক জিএস রাব্বানী লেখেন, জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন যাবত শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গত রাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।

চাঁদাবাজিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১০৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে চাঁদা দাবির অভিযোগও উঠে।

এরপর ভুল সংশোধনের সুযোগ চেয়ে ও ক্ষমাপ্রার্থনা করে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন গোলাম রাব্বানী।