কাবুলের গুরুত্বপূর্ণ শহর তালেবানের দখলে

ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির শুরুর আগের দিনে আফগানিস্তানের কাবুলের কাছের গুরুত্বপূর্ণ একটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েনিয়েছে তালেবান গোষ্ঠী।

‘আকস্মিক হামলা’ চালিয়ে ওয়ারদার প্রদেশের নের্খ জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা। মঙ্গলবার এক বিবৃতিতে নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছে সশস্ত্র এ গোষ্ঠী।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি জেলা তালেবানদের হাতে গেল বলে বিবিসি জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ময়দান ওয়ারদাক প্রদেশের নের্খের জেলাকেন্দ্র, পুলিশ সদরদপ্তর, গোয়েন্দা বিভাগ ও একটি বড় সেনাঘাঁটির পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে। হামলায় ‘বহু শত্রু সেনা’ হতাহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ওয়ারদাক প্রদেশের গভর্নর আবদুল রহমান তারিকও জেলাটি হাতছাড়া হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ মে তালেবানরা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের গুরুত্বপূর্ণ বোরকা জেলাও দখল করে নেয়।

এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র ও তাদের নেতৃত্বাধীন সামরিক জোট নেটো আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সেনা সরানোর প্রস্তুতি নিচ্ছে।