যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনে হামলা করেছে ইসরাইল

দখদার ইসরাইল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের নিরিহ মানুষ হত্যায় মেতে উঠেছে। বরবর ইসরাইল দাবি করছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামরিকঘাঁটি যুদ্ধবিমান দিয়ে তারা হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববার স্থানীয় সময় ভোরে ইসরাইলি যুদ্ধবিমান থেকে উপত্যকার খান ইউনিস এবং দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইল দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানিয়েছে, রোববার ভোরে গাজার মৎস্য আহরণ কেন্দ্রের ১২ থেকে ৬ নটিক্যাল মাইলের মধ্য থেকে ইসরাইলে আগুনে বেলুন ছোড়া হয়।

এতে সীমান্তবর্তী তিনটি ইসরাইলি এলাকায় আগুন ধরে যায়। এ কারণে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।