কাবুল বিমানবন্দরে দফায় দফায় রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমনবন্দরে দফায় দফায় রকেম হামলা চালানো হয়েছে। এ হামলায় এথস পর্যন্ত কোন হতাহতের খবর না পাওয়া গেলেও এর নেপথে কাদের হাত রয়েছে তাও এখনো যানা যায়নি।

সোমবার সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন বিমানবন্দরে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে জানানো হয়, কাবুলের খাইর খানা এলাকায় একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে হামলাকারীদের পরিণতি সম্পর্কে খবরে কিছু জানানো হয়নি।

রোববার কাবুল বিমানবন্দরের কাছে খাজা বুগরা এলাকায় এক রকেট হামলা চালানো হয়। হামলায় ছয় শিশুসহ মোট নয় জন নিহত হয়।

বৃহস্পতিবার কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ মোট ১৭৫ জন নিহত ও দুই শ’র বেশি লোক আহত হয়।

হামলার জন্য উগ্রবাদী সংগঠন আইএস দায় স্বীকার করেছিলো।

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর যুক্তরাষ্ট্রসহ দেশটিতে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিক ও বিপুল সংখ্যক আফগান নাগরিক দেশত্যাগের জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে।

১৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এক লাখের বেশি বিদেশি নাগরিক ও আফগানকে দেশটি থেকে বের করে নিয়ে গেছে।