দেশের আইন আদালতে সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই: কাদের

সরকারের বিরুদ্ধে নিয়মিত অসত্য বক্তব্য দেওয়া বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত। তাদের সকল কথাই মিথ্যা। দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।

বৃহস্পতিবার নিজের বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির কাছে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।’

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের।

বলেন, ‘কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না; এ কোন ধরনের অভিযোগ? তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না? সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট; তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।’

‘এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক’- বিএনপির এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল; রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো- তখন কি মগের মুল্লুক মনে হয়নি? আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল।’