ভূমিকম্পে পাকিস্তানে নিহত ২০, আহত ৩০০

বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ২০ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় ৩০০ শতাধিক ।

বৃহস্পতিবার ( ৭ অক্টোবর ) ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়। উদ্ধার কর্মীরা এই ভূমিকম্পে বহু হতাহতের আশঙ্কা করছে। খবর বিবিসি ।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের সরকারের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। এ সময় বাড়িঘর ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে।

ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে। ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।