কোরআন শরীফ অবমাননাকারী ইকবাল আটক

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কোরআন শরীফ অবমাননাকারী ইকবালকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কুমিল্লায় নিয়ে এসেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তায় তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, কক্সবাজারে আটক হওয়া ওই যুবকই কুমিল্লার ইকবাল হোসেন।

জেলা পুলিশ সূত্র জানায়, ইকবালকে দুপুরে জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।

সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, কুমিল্লার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে সৈকত এলাকা থেকে ইকবাল হোসেনকে আটকের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়।

ভোরে কুমিল্লা জেলা পুলিশের একটি দল কক্সবাজার পৌঁছালে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওয়ানা হয় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সৈকতের সুগন্ধা এলাকা থেকে পুলিশ ইকবালকে আটক করে।

পুলিশের ধারণা, এই তরুণ কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী সেই ইকবাল। তবে কুমিল্লা জেলা পুলিশ তার পরিচয় যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।