আ.লীগ নেতা অটল মারা গেছেন

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর কিশোর চাকমা অটল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সোমবার (২৫ অক্টোবর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন মেয়েসহ পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর কিশোর চাকমা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসবার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন সংগঠন।

বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগ একজন ত্যাগী রাজনীতিবিদকে হারালো। যার শূন্যতা পূরণ হবার নয়। বীর কিশোর চাকমার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অসামান্য অবদান সবাই শ্রদ্ধাভরে স্মরণ করবে। একইসঙ্গে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে খাগড়াছড়িতে পারিবারিকভাবে তার দাহ অনুষ্ঠান সম্পন্ন করার কথা রয়েছে।