পাক প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টে তলব

সামরিক বাহিনী একটি স্কুলে হামলার মামলার সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ বুধবার (১০ নভেম্বর) সেখানে তিনি হাজির হয়েছেন বলে খবর দিয়েছে জিও টিভি।

সেখানে উপস্থিত হয়ে ইমরান বলেন, পাকিস্তানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি আইনকে শ্রদ্ধা করি। আমাদের আদেশ দিন। আমরা তা পালন করবো।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশওয়ারের একটি আর্মি পাবলিক স্কুলে (এপিএস)তেহরিক-ই-তালেবান-পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হামলা চালিয়ে অন্তত ১৪৭ জনকে হত্যা করে। যাদের ১৩২ জনই শিশু। সেই ঘটনায় দেশটির আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

জিও টিভি জানায়, কড়া নিরাপত্তা মধ্যে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি শুরু হয়। সেসময় সেখানে ইমরান খান উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালত কক্ষে বেশ কয়েকজন আইনজীবী, নিরাপত্তা কর্মকর্তা এবং এপিএস স্কুলে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত আছেন তিনি।