নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ সম্পাদকের মৃত্যু

পিরোজপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।

শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ছিলেন। তিনি জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের আমেরিকা প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে। তিনি পিরোজপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় থাকেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ‘সোমবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়ের হওয়া মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।

জানা যায়, গত ৭ নভেম্বর বিকেলে সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে সাতটার দিকে শহরে ফিরছিলেন নৌকা প্রতীকের সমর্থক দলীয় নেতাকর্মীরা। ফেরার পথে ওই ইউনিয়নের মল্লিক বাসস্ট্যান্ডে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নাসির উদ্দিন মাতুব্বরের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন গুলি চালালে আহত হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। ওই দিন রাতে গুরুতর আহত অবস্থায় শুভকে খুলনা হাসপাতালে পাঠানো হয়। এর পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে আশঙ্কজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান শুভ।