সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরণের যান চলাচল। পণ্যবাহী যানবাহনও বন্ধ। এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা।

মেয়াদোত্তীর্ন সেতুতে টোল আদায় বন্ধ, নগরের ভেতরে ছোটো গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাকরাসহ ৫ দফা দাবিতে রবিবার এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এদিকে শ্রমিকদের এ ধর্মঘট আহবানে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

যাত্রীরা বলেন, কিছু হলেই পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট ডেকে বসেন। আমাদের জিম্মি করে তারা নিজেদের দাবি আদায় করতে চান। এটা খুবই অন্যায়।

এর আগে ধর্মঘটে মাইক্রোবাস, অটোরিকশা চলাচল করলেও এবার সব বন্ধ রয়েছে। ফলে অনেকটাই অচল হয়ে পড়েছে সিলেট। এতে যাত্রী দুর্ভোগ আরও বেড়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, গত ৯ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবর আমরা ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। সেসব দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ ধর্মঘট ডাকা হয়।