সংলাপে অংশ নিতে বঙ্গভবনে ন্যাপ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে। রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় তারা বঙ্গভবনে যান।

ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে যান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী।

এর আগে গত ২০ ডিসেম্বর সংলাপে অংশ নিয়েছিল সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং ২২ ডিসেম্বর অংশ নিয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

আজ সন্ধ্যা ৬টায় সংলাপে কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অংশ নেওয়ার কথা থাকলেও তারা অংশ নিচ্ছে না।