শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে রেলওয়ের জায়গায় ধান চাষ নিয়ে বিরোধে জহুরুল ইসলাম নামে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮) দুপুরে নগরীর ভদ্রা রেলওয়ে কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম রেলওয়ের পোর্টার পদে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পেছনে রেলওয়ের জমিতে চাষাবাদ নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিহারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল। খেতে ধানের চারা রোপণ নিয়ে দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সচিব জহুরুলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নগরীর চন্দ্রিমা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে এরই মধ্যে জড়িত সন্দেহে মতিহার নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।