চালের দাম কমলেও সবজির দাম কমেনি: কৃষিমন্ত্রী

চালের দাম কিছুটা কমলেও শাকসবজির দাম এবার কমেনি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, চালের দাম কমের দিকে, কিছুটা হলেও কমেছে। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের জন্য নানারকম উদ্যোগ নিয়েছি। তবে শাকসবজির দাম এবার সেভাবে কমেনি, যেভাবে কমা উচিত ছিল বা এই সময়ে কমে অন্যান্য বছর। আপনারাও বের করেন, সবজির দাম কেন এ মুহূর্তে তুলনামূলকভাবে একটু বেশি।

কী কারণে সবজির দাম বেশি জানতে চাইলে মন্ত্রী বলেন, একটু আগে অর্থসচিব এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কিছুটা মুদ্রাস্ফীতি, এই যে তেলের দাম আর আন্তর্জাতিক বাজারে দাম বেশি। একটার সাথে আরেকটার লিংকআপ। সব জিনিসের দাম বাড়ার একটা প্রভাব আছে বলে আমার মনে হয়।

চালের দাম কমছে, তবে এখনো দরিদ্র মানুষের নাগালের বাইরে আছে—এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ওএমএসে দেওয়া হচ্ছে, ১০ টাকা কেজি দরে গরিবদের দেওয়া হচ্ছে, খাবারের হাহাকার নেই। দাম একটু বেশি, সেটা ঠিক।