বুস্টার নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বেগম জিয়ার

করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পর সুস্থ আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন, গতকাল বুস্টার ডোজ নেওয়ার পর রাত পর্যন্ত খালেদার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি ভালো আছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গতকাল রাত পর্যন্ত ম্যাডাম ভালো ছিলেন। সকালে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা আমার জানা নেই।

একই কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, রাতে ম্যাডাম ভালো ছিলেন। সকালে এখনও আমি খোঁজ নেইনি।

গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রথম ডোজ নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ম্যাডাম করোনা আক্রান্ত হওয়ার পর ভালো আছেন। কিন্তু করোনা টিকা নেওয়ার কারণে জ্বর এসেছে, এটা স্বাভাবিক।