আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় আসবেন রাজনৈতিক নেতারা: সিইসি

রাজনৈতিক নেতারা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবেন, এমন আশাবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, যেহতু আগামী নির্বাচনের দায়িত্ব আমাদের কাছে এসেছে, তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো।

এখনই কিছু বলতে পারবো না। রাজনৈতিক নেতারা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবেন, এমটানই আমরা আশা করছি।

মঙ্গলবার (০১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় সম্মান।

সমঝোতার প্রশ্নে তিনি বলেন, আমাদের সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করবো। আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে।

সেটি যথা সময়ে সবাইকে জানানো হবে।
কোনো ধরনের প্রেসার (চাপ) আছে কিনা এমন প্রশ্নের উত্তরে হেসে তিনি বলেন, আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে। ওই প্রেসারের সঙ্গে আরেকটু দায়িত্বের চাপও রয়েছে।