জাপা নেতা হত্যার ঘটনায় মামলা

পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পাথর ব্যবসায়ী গোলাম আযমকে (৫৩) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বাবার হত্যাকারীকে ধরতে রোববার (৬ মার্চ) গভীর রাতে নিহতের বড় ছেলে বদিউজ্জামান লিমন বাদী হয়ে এ মামলাটি করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিম মিয়া জানান, আমরা তদন্ত করছি। আশা করি, দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করতে পারব।

এদিকে ঘটনার পর থেকে নিহতের স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে বাঁধনকে (২১) থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

গত শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াল পাড়ায় নিজ শয়ন ঘরে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। ব্যবসায়ী গোলাম আজমকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গোলাম আজম স্ত্রী বন্যা আক্তার, ছোট ছেলে বাঁধন এবং ছয় বছরের এক মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে লিমন লেখাপড়ার জন্য ময়মনসিংহে থাকেন। ঘটনা শোনার পর বড় ছেলে বাড়িতে আসেন।