এ্যাবের ২৩টি চ্যাপ্টার কমিটি ঘোষণা

এগ্রিকালচারিস্টস্’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর ২৩টি চ্যাপ্টার কমিটি ঘোষণা করা হয়েছে। এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ কমিটি গুলোর অনুমোদন দেয়।

মঙ্গলবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে, বর্তমান রাজনৈতিক ও করোনা মহামারীর মত প্রতিকুল অবস্থার মাঝেও প্রতিটি চ্যাপ্টারের সম্মেলনে উপস্থিত এ্যাবের সম্মানিত সদস্যগণের মতামত এবং এ্যাব এর সাধারণ সভার মাধ্যমে গঠিত বিভাগ ওয়ারী সাংগঠনিক টিম সমূহের সুপারিশের ভিত্তিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ২৩টি চ্যাপ্টার সমূহের সদস্য সংখ্যার ভিত্তিতে ২০২২-২০২৩ এর জন্য কোথাও পূনাঙ্গ এবং কোথাও আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো৷

অনুমোদন পাওয়া চ্যাপ্টার কমিটি গুলো হলো , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, কুষ্টিয়া, যশোর, পাবনা, রংপুর, দিনাজপুর, বরিশাল, চট্রগ্রাম, ফরিদপুর, টাংগাইল, গাজীপুর, ময়মনসিংহ, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও পটুয়াখালী জেলা।