দেশে সয়াবিন তেলের সংকটের জন্য সরকার দায়ী: রিজভী

দেশে সয়াবিন তেলের সংকটের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২ মে) সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করার পর তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজকে যদি কোনো জবাবদিহিমূলক সরকার থাকত, একাউন্টেবেলিটি থাকত তাহলে এমনটা (সয়াবিন তেল সংকট) হত না। জবাবদিহিমূলক সরকার হলে তারা মার্কেট ইন্টারভেশন করত, সয়াবিন তেলের যারা সিন্ডিকেট করছে, যারা কালোবাজারি করছে তাদেরকে গ্রেপ্তার করত। কিন্তু সেটা হচ্ছে না।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন সয়াবিন তেল, চাল, ডাল, আটা; বেঁচে থাকার জন্য যেগুলো খুবই প্রয়োজনীয় সেসব জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ত না। এর অন্যতম কারণ হচ্ছে উন্নয়নের নামে টাকা পাচার হচ্ছে, ভয়াবহ মুদ্রাস্ফীতি হচ্ছে। এই ভয়াবহ ‍মুদ্রাস্ফীতির কারণে স্বল্প আয়ের মানুষ, শ্রমিকদের কোনো আয় বাড়েনি, তাদের আয় বাড়েনি, বলেন রিজভী।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রমজানজুড়ে বিএনপির নেওয়া ধারাবাহিক কর্মসূচির কথা উল্লেখ করেন রিজভী।

ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ঈদের ঘরমুখী মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। অত্যন্ত কষ্টে তাদেরকে ঈদ পালন করতে হচ্ছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে অভিঘাত সেই অভিঘাতে ক্ষত-বিক্ষত এদেশের সাধারণ মানুষ