বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের হট্টগোল ও হাতাহাতি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১২ জুন) দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালে নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে সমাবেশস্থলে। পরে সমাবেশের সামনের সারিতে বসা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা ফখরুল বক্তব্য দেওয়া শুরু করলে নেতাকর্মীরা স্লোগান দেওয়া শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দলের কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। তখন মির্জা ফখরুল নেতাকর্মীদের শান্ত হয়ে বসতে বলেন। তখন পাশে থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান দমক দিয়ে নেতাকর্মীদের শান্ত করেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।