রাশিয়া নিয়ে চিন্তা কম করুন: জেলেনস্কি

ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিতে জার্মানিকে আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া নিয়ে চিন্তা কম করুন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

১০০ দিনেরও বেশি সময় গাড়িয়েছে রুশ-ইউক্রেন সংঘাত। চলমান যুদ্ধের মধ্যেই আগামী বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কিয়েভ সফরে যেতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। যদিও জার্মান কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত করেনি। তার আগেই জার্মান পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ’কে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ আহ্বান করেন।

জেলেনস্কি বলেছেন, আমাদেরকে জার্মানি সমর্থন করে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া দরকার। তিনি (জার্মান চ্যান্সেলর) এবং তার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, ইউক্রেন ও রাশিয়া নিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চলতে পারে না।