পদ্মা সেতু নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা গ্রেফতার

পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করায় নোয়াখালীতে আবুল কালাম আজাদ (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজাদ ওই উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন ২৪ জনু রাতে একটি অনলাইন নিউজপোর্টাল সংবাদ করে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ’ ওই নিউজে আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করেন- ‘আমি মুতি ছবি তলুম। ’ পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা ২৭ জুন সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

কটূক্তি করে কমেন্টসের ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ফেইবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে। ’

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আপাতত তাকে (আজাদ) ৬৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৯ জুন) সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরে তার নামে আর কী কী অভিযোগ আছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।