আজ রানির মরদেহে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সেইন্ট গাইলস ক্যাথেড্রালে রাখা হবে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। আনুষ্ঠানিকতা ঘিরে স্কটল্যান্ডে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

রোববারই (১১ সেপ্টেম্বর) বালমোরাল প্রাসাদ থেকে স্কটিশ রাজধানী এডিনবরায় নেয়া হয় রানির শববাহী কফিন। পথে অগুনিত মানুষের ভালোবাসায় সিক্ত হন এলিজাবেথ। হলিরুড হাউস প্যালেসে রাখা হলে সেখানেও ফুল-মোমবাতি আর জাতীয় সংগীতের মাধ্যমে রানির প্রতি ভালোবাসা জানান হাজারও মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার লন্ডনে নেয়া হবে রানি এলিজাবেথকে বহনকারী কফিন। সেখানে ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

এর আগে ব্রিটেনজুড়ে থাকবে ৯ দিনের আনুষ্ঠানিকতা। ১৯ সেপ্টেম্বর হবে শেষকৃত্য। যুক্তরাজ্যে সেদিন ঘোষিত হয়েছে জাতীয় ছুটি। শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বিশ্বের সরকার, রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা।