ভারতের গুজরাটে লিফট ছিঁড়ে আট শ্রমিকের মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গুজরাটের আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত সবার বাড়ি রাজ্যটির গোধরা শহরে।

জানা যায়, ভবনটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন শ্রমিকেরা। লিফটে চড়লে হঠাৎ তা ৭ তলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এ বিষয়ে শহরের মেয়র কেজে পারমার বলেন, নিয়ম বহির্ভূতভাবে কেউ ভবনটির প্লান বাস্তবায়ন করেছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায় তবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

খবরের সূত্র অনুযায়ী, ঘটনাটি বুধবার সকালের দিকে ঘটে কিন্তু ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান বেলা ১১টার দিকে পুলিশে খবর দেয়।