রানির শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি যেসব দেশ

ইউক্রেনে হামলা চালানোর কারণে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়াকে। সেইসঙ্গে রাশিয়ার মিত্র দেশ বেলারুশকেও আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলা চালানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এ কারণে তিনি রানির শেষকৃত্যে অংশ নিতে পারবেন না।

তবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে কোনো রুশ প্রতিনিধিকেও আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। এ নিয়ে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এটি নিন্দাজনক এবং অনৈতিক।

এছাড়া ইউক্রেনে রুশ হামলার কিছু অংশ শুরু করা হয়েছিল বেলারুশ থেকে। তাই এই দেশটিকেও রানির শেষকৃত্যে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ একটি সূত্র জানিয়েছে, সেনাশাসিত মিয়ানমার ও কিম জং উনের উত্তর কোরিয়াকেও রানির শেষকৃত্যে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি