গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বিমানযোগে তিনি হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। তিনি রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে রাত্রিযাপন করবেন।

বিমানবন্দর থেকে মির্জা ফখরুল গাড়ি বহর নিয়ে সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের ঈদগাহ মাঠের সড়কে আসেন। এ সময় সমাবেশে আসা নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।

সেখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আগামীকালের গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে, কষ্ট করে আমরা আজকে গণতন্ত্রের মুক্তির জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। রাজশাহীতে এই শীতের রাতে, আপনারা সারারাত খোলা আকাশের নিচে থেকে গণতন্ত্রের মুক্তির জন্য, দেশ ও নেত্রীর মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন।

এদিকে সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঈদগাহ মাঠে প্রবেশ করেন। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ।