নামজারীর ফিস ও আবেদনপত্রের সাথে কাগজপত্র

নামজারীর ফিস ও আবেদনপত্রের সাথে কাগজপত্র

আবেদনের সাথে কোর্ট ফি২০/- (বিশ) টাকা
নোটিশ জারী ফি৫০/- (পঞ্চাশ) টাকা
রেকর্ড সংশোধন বা হালকরণ ফি১০০০/-(এক হাজার) টাকা।
প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ১০০/-(একশত) টাকা

নামজারীর জন্য নিম্নলিখিত হারে ফিস প্রদান করিতে হইবেঃ

বিঃদ্রঃ আবেদন পত্রের কোর্টফি ছাড়া বাকিগুলো ডিসিআর এর মাধ্যমে আদায় করা হবে।

নামজারীর আবেদনে নিম্নলিখিত কাগজপত্র লাগবে-

১। ২০ (বিশ) টাকার কোর্টফি সহ মূল আবেদন ফরম।

২। আবেদনকারীর ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রত্যেকের জন্য ছবি প্রযোজ্য)।

৩। আবেদনকারীর পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি (জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ অন্যান্য)

৪। খতিয়ানের ফটোকপি/সার্টিফাইড কপি।

৫। বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ।

৬। সর্বশেষ জরিপের পর থেকে বায়া দলিলের সার্টিফাইড কপি বা ফটোকপি।

৭। উত্তরাধিকারসূত্রে মালিকানা লাভ করলে অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল উত্তরাধিকার সনদ।

৮। ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত ডিক্রীর সার্টিফাইড কপি বা ফটোকপি।

বিঃদ্রঃ ১। শুনানী গ্রহণকালে দাখিলকৃত কাগজের মূল কপি অবশ্যই আনতে হবে।
২। নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে দখল/প্রয়োজনীয় মালিকানার রেকর্ডপত্র দেখাতে হবে। সৌজন্যেঃ ল্যান্ডরেজিস্ট্রেশনবিডি