সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা - Sheikh Hasina

সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নেপালে বাংলাদের বিমান ইউএস-বাংলা বিধ্বস্তে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর দেশে ফেরার পরই প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস ঘোষণা করতে পারেন। শোক দিবস একদিন নাকি তিনদিন হবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

বিমান বিধ্বস্তে অনেক বাংলাদেশি হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে শোকাহত। গতকালই প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রীকে শোক জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। এ ছাড়া প্রয়োজনীয় যত রকমের সহায়তা দরকার বাংলাদেশ তা করবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে চারদিনের রাষ্ট্রীয় সফরে রোববার প্রধানমন্ত্রী সিঙ্গাপুর গিয়েছিলেন ।