তিতুমীর কলেজে আগুন

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞাব ভবনের তিনতলায় আগুন লেগেছে। এতে একাডেমিক কিছু কাগজ পত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৫ টায় আগুন লাগার খবর পাওয়ার তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ধারণা করে সুত্র বলছে, বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন লাগামাত্রই আমরা দেখতে পাই।

এ বিষয়ে কলেজন অধ্যক্ষ মো. আশরাফ হোসেন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস কলেজে পৌছানোর আগেই কর্মীরা নিভিয়ে ফেলেছেন। বিজ্ঞান ভবনের তিন তলার স্টোর রুমে আগুন লেগেছিল। বড় কোনো ক্ষতি না হলেও কিছু খাতা পত্র পুড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।