‘আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আমাদের প্রচেষ্টা সফল হয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।’

বুধবার () খালেদা জিয়ার জামিন বহাল রেখে আপিলের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘আমরা সবসময় বলে আসছি, আমাদের নেত্রীও বলেছেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা শুধু এটুকু চাই, আইন প্রত্যেকটি মানুষের ওপর সমানভাবে প্রযোজ্য হবে। কারো ওপর একরকম কারো ওপর অন্যরকমভাবে প্রয়োগ হোক সেটা আমরা চাই না।’

শুনানিকালে অনেক ধরনের উদাহরণ দিয়ে আমাদের আইনজীবীরা দেখিয়েছেন এ রকম শর্ট সেন্টেন্সে হাইকোর্টের আদেশের উপর কখনো আপিল বিভাগ ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করে না। আজ এ মামলায়ও হাইকোর্টের আদেশের উপর আপিল বিভাগ ইন্টারফেয়ার করেনি, এটাই আমরা দেখেছি।

অন্যায়কে কোন দিন জোড় করে টিকিয়ে রাখা যায় না। সত্য যেটা সেটা একদিন প্রকাশ পাবেই বলেও মন্তব্য করেন তিনি।