নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে : মির্জা ফখরুল

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের চিন্তা কী, কী ভাবছি ও করছি এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও বৈঠক করবেন। তার আগাম প্রস্তুতির অংশ হিসেবে আজ ইইউ রাষ্ট্রদূত আমাদের সঙ্গে বৈঠক করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এর আগেও ইইউ বারবার বলেছে যে, এখানে (বাংলাদেশে) তারা অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়। সেই ধারাবাহিকতায় তাদের একটি টিম বাংলাদেশে আসছে। আসলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না, এটা দেখার জন্য তারা আসবেন।