বিএনপির প্রতীকী অনশনে জামায়াতের নায়েবে আমীর

দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থতিগের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশনে বক্তব্য দিয়েছেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

জামায়াত নেতা অনশনে সংহতি প্রকাশ করে তার বক্তৃতায় বলেন, তীব্র আন্দোলন ছাড়া কোনো স্বৈরাচারী সরকারের পতন করা সম্ভব হয়নি। এই সরকারের পতনের জন্য তীব্র আন্দোলনের কোনো বিকল্প নেই।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হত পারে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতা। খালেদা জিয়ার মুক্তি এবং তীব্র আন্দোলনে জামায়াতের একাত্মতার দৃঢ় প্রতিশ্রুতি জানান তিনি।

এসময় প্রতীকী অনশনের পক্ষ থেকে জামায়াতের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।

জামায়াত ছাড়াও ২০ দলীয় জোটের অন্যান্য দলের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেছেন।

সোমবার সকাল ৯ টায় থেকে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

অনশনে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।