বিকেলে ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যাচ্ছেন বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের তিন শীর্ষনেতা যোগ দিচ্ছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে তাদের পৌঁছার কথা রয়েছে। অন্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ লক্ষ্যেই শুক্রবার বিকেলে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপির এই তিন নেতা বৈঠক করেছেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্র ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার ঢাকার সমাবেশে বিএনপি প্রতিনিধির উপস্থিতি চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আমন্ত্রণ জানানো হয়। পরে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর দলটির একটি সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন এবং মওদুদ আহমদ শনিবার বেলা তিনটার পর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মহানগর নাট্যমঞ্চের দিকে রওনা হবেন।

তবে শুক্রবার সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখনও সিদ্ধান্ত নিইনি, পরে জানানো হবে।’

এ বিষয়ে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির সিনিয়র নেতারা ঐক্য প্রক্রিয়ার কর্মসূচিতে যোগ দেবেন। তবে তারা কখন যাবেন সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না।