রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছে প্রধানমন্ত্রীর দফতর: ইসিকে বিএনপি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর দফতরে ডেকে নিয়ে ব্রিফ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেয়া হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র জমা দেন।

চিঠিতে বলা হয় গত, ১৩ নভেম্বর রিটার্নিং অফিসারদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। ব্রিফিং শেষে অফিসাররা যখন যার যার কর্মস্থলের উদ্দেশ্যে রওয়া দেন ঠিক তখনই জরুরি ভিত্তিতে তাদের প্রধানমন্ত্রীর কার‌্যালয়ে তলব করা হয়। পরে  আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার জন্য বিভিন্ন বিষয়ে রিটার্নিং অফিসারদের ব্রিফিং করার হয়।

সরকারের এমন আচরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিরাট অন্তরায়। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এর বিরুদ্ধে অশনি সংকেত বলে দাবি করে বিএনপি।