নির্বাচন কমিশনকেও পুলিশ মানছে না : খোকন

নির্বাচন কমিশনকে (ইসি) পুলিশ মানছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আাগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমি আশা করেছিলাম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি, পুলিশ প্রকাশ্যে মহড়া দিয়ে নৌকার পক্ষ হয়ে কাজ করছে। বিএনপি নেতাকর্মীদের গায়বি মামলায় গণগ্রেপ্তার করছে। এতে মনে হচ্ছে, নির্বাচন কমিশনকেও পুলিশ মানছে না।’

নোয়াখালীতে তার নির্বাচনী আসনে পুলিশ, প্রশাসন ও ইসি কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা করছে না বলেও অভিযোগ করেন খোকন।

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচনে বেআইনী ও আওয়ামী লীগের দলীয় কর্মীর মতো কাজ করছে সেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন। দলীয় আনুগত্য পুলিশ সদস্যদের বদলী, প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’